Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের মিডনাইট নির্বাচনে জনগণের আস্থা নেই: রিজভী


২৪ মার্চ ২০১৯ ১৬:০৭

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের মিডনাইট নির্বাচনে দেশ-বিদেশে আস্থা এসেছে কিন্তু জনগণের আস্থা নেই।’ রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সরকারের মিডনাইট নির্বাচনে খাসির মাংস দিয়ে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কেউ যাচ্ছে না। ভোটকেন্দ্র ভোটারশূন্য।  আমরা সরকারের নীলনকশার নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি।’

বিজ্ঞাপন

চলমান উপজেলা নির্বাচন আয়োজনের সমালোচনা করে রিজভী বলেন, ‘ভোটার শূন্য নির্বাচন করে তারা আনন্দ পাচ্ছেন কি না, আপনারা (সাংবাদিকরা) তাদের প্রশ্ন করবেন। এটা আমরা জানতে চাই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এই সরকার মধ্যরাতে বা সন্ধ্যারাতে নির্বাচন করে। এই নির্বাচন শুধু বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে করতে পারে। সুতরাং এই নির্বাচনে জনগণের আস্থা নেই। জনগণ সেই নির্বাচনে যাবে, যেই নির্বাচনে সব দল অংশ নেবে।’

দেশে এখনো গুম-খুন হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘কোনো মানুষেরই জীবনের নিরাপত্তা নেই।  ঘর থেকে বেরুলে তিনি আবার ঘরে ফিরতে পারবেন কি না, তার কোনো গ্যারান্টি নেই।  কারণ সরকারের গোপন সংস্থার লোকজন ওঁৎ পেতে আছে। খবরের কাগজ খুললেই গুম, অতপর ক্রসফায়ার বা বেওয়ারিশ লাশের খবর সেন্সরশিপের পরেও প্রায় প্রতিদিনই গণমাধ্যমে আসছে। আর এসব খবরে সারা জাতি আতঙ্কিত ও স্তম্ভিত। ’

রিজভী বলেন, ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা’র ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ উঠেছে।  প্রচ্ছায়া লিমিটেডের ৩ কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে।’ সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর সরকার দেশে আলজাজিরা ব্লক করে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমএনএইচ

৫ম উপজেলা নির্বাচন মিডনাইট নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর