Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের লাইন টানতে বাধা দেওয়ায় হামলা, আহত ৭


২৪ মার্চ ২০১৯ ১৮:৪৯

সিরাজগঞ্জ: বাড়ির ওপর দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বৈদ্যুতিক সংযোগ নিতে বাধা দেওয়ায় হামলা করে সাত জনকে আহত করার ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ওই গ্রামের আজিজল হকের ছেলে আল-আমিন (৩৫) ও আবুল কালামের স্ত্রী হোসনে আরাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও নজরুল (৪০), আব্দুল কাদেরসহ (৫২) বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত নজরুল ইসলাম জানান, রামেশ্বরগাঁতী গ্রামের আকবর কাজী তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংযোগের জন্য ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক লাইন নিচ্ছিলেন। লাইনটি আবুল কালামের বাড়ির ওপর দিয়ে নেওয়া হচ্ছিল। আবুল কালাম লাইন টানতে বাধা দিতে দিলে আকবর কাজী ও তার লোকজন লাঠিসোটা এনে আবুল কালাম ও তার স্বজনদের হামলা ও মারধর করেন।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে আকবর কাজী, তার ভাই আব্দুল হালিম, ছেলে বুলবুল, ফজর আলীর ছেলে মনি ও দেলবারের ছেলে ছানোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সারাবাংলা/টিআর

বিদ্যুতের লাইন টানতে বাধা হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর