রাজশাহীতে নারীর গলিত লাশ উদ্ধার
২৭ মার্চ ২০১৯ ০৫:৩৫
রাজশাহী: রাজশাহীতে কচুরিপানার ভেতর থেকে ২৫ বছরের অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বৈরাগী পাড়ার বারনই নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাগমারা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে বৈরাগী পাড়ার কয়েকজন নারী নদে গোসল করতে যান। এ সময় ঘাটের আশপাশে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কচুরিপানার ভেতরে নারীর গলিত লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে ওই স্থান থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়।
এসআই বলেন, ‘উদ্ধারকৃত মরদেহের নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। অন্য এলাকার হতে পারে। খুন করে লাশ এখানে রেখে যাওয়া হতে পারে।’
উদ্ধার করা গলিত লাশের পরনে ছিল সালোয়ার কামিজ ও পায়ে স্যান্ডেল। প্রায় এক মাস আগের লাশ হতে পারে বলে জানান এসআই। তাই পচে গলে যাওয়ার কারণে মুখমণ্ডল দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/এসএম/পিএ