সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ৫৪ জেলায় ২৭ জানুয়ারি একযোগে কর্মসূচি আসছে। ওই দিন সকাল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে জেলা শহরের প্রেস ক্লাব, শহীদ মিনার বা গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন ও সমাবেশ করা হবে বলে জানিয়েছেন এ আন্দোলনের উদ্যোক্তা মো. ইমতিয়াজ হোসেন।
সারাবাংলাকে তিনি জানান, ওইদিন বেলা ১১ টায় প্রতিটি জেলায় উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করবেন। কর্মসূচি শেষে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দেওয়া হবে।
একইদিন রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হবে জানিয়ে ইমতিয়াজ হোসেন বলেন, ‘জেলা পর্যায় থেকে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। মূলত ওইদিন থেকেই আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করব। এবার দাবি আদায় করেই ঘরে ফিরব।’
সারাবাংলা/এমএস/আইজেকে