Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে নেওয়া হতে পারে হাসপাতালে, নিরাপত্তা জোরদার


১ এপ্রিল ২০১৯ ১১:১৩ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ১২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হতে পারে। এজন্য প্রস্তুতিও নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১ এপ্রিল) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গেছে। এলক্ষ্যে হাসপাতালটির আশপাশেও নেওয়া হয়েছে কড়া নিরপত্তা ব্যবস্থা।

খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএমএমইউ এর একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, খালেদা জিয়াকে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে কারা কর্তৃপক্ষের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। খালেদা জিয়ার প্রয়োজনীয় সামগ্রী এরইমধ্যে বিএসএমএমইউতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

সিএমএইচে আগ্রহ খালেদা জিয়ার, এ মাসেই বদল হচ্ছে কারাগার

নাইকো দুর্নীতি মামলায় কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সোমবার খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তাকে হাজির করা হয়নি। শুনানি শেষে আগামি ১০ এপ্রিল পরবর্তী দিন ধার্য করে আদালতের কার্যক্রম শেষ করেন বিচারক।

সূত্র জানিয়েছে, আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরই খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হতে পারে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতিও নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে কারাগারের আশপাশেও। প্রস্তুত রয়েছে গাড়িও।

এর আগে গত ১০ মার্চ খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখানে যেতে রাজি হননি বিএনপির প্রধান। ফলে তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত কারাগারেই থাকেন তিনি।

সারাবাংলা/এআই/এসএমএন

আদালতে খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসা বিএসএমএমইউ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর