Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর


৩ এপ্রিল ২০১৯ ০৪:৪৫

দিনাজপুর: অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৭ মাস কারাভোগ শেষে আহসান হাবিব নামের এক ভারতীয় নাগরিককে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২ মার্চ) হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই যুবককে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। সে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পুষমন্ডি থানার চন্ডিপুর গ্রামের হানিফ আহম্মেদের ছেলে।

বিজ্ঞাপন

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির বলেন, ‘মঙ্গলবার থেকে ১৭ মাস আগে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ওই যুবক দিনাজপুরের সাটিমাড়ী বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ। এসময় বিরল থানা পুলিশ সদস্যরা তাকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার ১৭ মাসের সাজা দেন। আজ তার সাজার মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুর জেলা কারাগার কতৃপক্ষ তাকে আমার নিকট হস্তান্তর করলে আমরা তাকে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করেছি।’

সারাবাংলা/এআই/এমআই

ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর