Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরপথে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা উদ্ধার


৩ এপ্রিল ২০১৯ ১৩:৫২

কক্সবাজার: বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। রাতের আধাঁরে  গভীর সমুদ্র পাড়ি দিয়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বুধবার (৩ এপ্রিল) সকালে টেকনাফের মহেশখালীয়াপাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে, ৩ জন পুরুষ, ১৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। তারা উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্থায়ীভাবে বসবাস করতেন।

বিজ্ঞাপন

দুপুরে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক(ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাগরপথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের কয়েকটি এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় বিজিবি। পরে অভিযানে ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএইচ

কক্সবাজার মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর