Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তিন সন্তান দগ্ধ


৬ এপ্রিল ২০১৯ ২৩:৫৩

ঢাকা: নারায়গঞ্জের ফতুল্লা গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তিন সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, ফাতেমা আক্তার(৩৫), তার ছেলে সাইফ আলী রাফি(১১), মেয়ে ফারিয়া ফারজানা(৯), ছেলে সাফওয়ান(৫)।

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান বলেন, এদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। ফাতেমার শরীরের ৯৪ শতাংশ, রাফির ৯৮ শতাংশ, ফারিয়ার ৯০ শতাংশ ও সাফওয়ানের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধ ফাতেমা জানান, তাদের বাসা ফতুল্লা গিরিধারা আবাসিক এলাকায়। ৬ষ্ঠ তলা বাসার চতুর্থ তলায় থাকেন তারা। গ্যাস লাইন না থাকায় সিলিন্ডার ব্যবহার করেন। তারা চারজন রুমের ভিতরেই ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন।

প্রতিবেশী আলী আকবর জানায়, রাত সাড়ে ৮টার দিকে বাসায় বিকট শব্দ হয়। পরে চার তলায় গিয়ে দেখেন চারজন দগ্ধ অবস্থায় পরে আছে। তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

অগ্নিকাণ্ড সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর