Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন নিহত, টাঙ্গাইলে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২১:২০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৯

টাঙ্গাইল: ঢাকার সাভারে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে টাঙ্গাইলের ঘাটাইলের প্রধান শিক্ষক এএইচ ফারুক সিদ্দকী, স্ত্রী মোহসিনা, ছেলে ফুয়াদসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। শোকের ছায়া নেমেছে এলাকায়।

পরিবারে বেঁচে থাকা একমাত্র ছোট ছেলে ফাহিম (১১) আর কোনো দিন পাবেনা মা-বাবা ও ভাইয়ের ভালোবাসা। তার আর স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

জেলার ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামের ফারুক হোসেন সিদ্দিক, স্ত্রী মোহসিনা ও স্ত্রীর বোন সীমাকে সঙ্গে নিয়ে ছেলে ফুয়াদকে ডাক্তার দেখাতে বুধবার রাত ১১ টার দিকে অ্যাম্বুলেন্স রওনা দেন। রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সকে একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পুড়ে মারা যায় একই পরিবারের চারজন।

বিজ্ঞাপন

তাদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মরদেহের অপেক্ষায় সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে চারটি খাটিয়া। সামাজিক কবরস্থানে পাশাপাশি কাটা হয়েছে কবর।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের বা‌সিন্দা ও ভবন দত্ত প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), তার শ্যালিকা সীমা আক্তার (৪০) ও অসুস্থ ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫)। ফুয়াদ ভবন দত্ত উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

ফারুক সিদ্দিকীর সহকর্মী শিক্ষক মো. রুবেল মিয়া জানান, প্রধান শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত নীতিবান। একজন নীতিবান মানুষের মৃত্যুত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন শিক্ষক আর পাব না। আল্লাহ উনাদের সবাইকে বেহেস্ত নসিব করেন এই দোয়া করি।

ভাই মামুন সিদ্দিকী জানান, তারা তিন ভাই এক বোন। বোন সবার বড়। তিনি ইতালিতে থাকেন। বড় ভাই ফারুক সিদ্দিকী ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বড় ছেলে ফুয়াদ সিদ্দিকী ভবনদত্ত উচ্চ বিদ্যাললে নবম শ্রেণির শিক্ষার্থী। সে হঠাৎ করেই কিছুদিন থেকে সে অসুস্থ। শরীরে রক্ত কমে যায়। চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

সারাবাংলা/এসআর

একই পরিবারের ৪ জন নিহত টাঙ্গাইল শোকের মাতম সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর