সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা ও সন্তানের মৃত্যু
৮ এপ্রিল ২০১৯ ১১:১৪
স্টাফ করেসপন্ডেন্ট
নারায়গঞ্জের ফতুল্লার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা ফাতেমা আক্তার (৩৫) ও ছেলে সাফওয়ান (৫) মারা গেছেন। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে সাফওয়ান ও সোমবার সকালে ফাতেমার মৃত্যু হয়। ফাতেমার শরীরের ৯৪ শতাংশ এবং সাফওয়ানের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও চিকিৎসাধীন আছেন, নিহত ফাতেমার ছেলে, সাইফ আলী রাফি(১১) ও মেয়ে ফারিয়া ফারজানা(৯)। রাফির ৯৮ শতাংশ, ফারিয়ার ৯০ শতাংশ শরীর পুড়ে গেছে।
গত ৬ এপ্রিল রাত ৮টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার ওই বাসায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ৬ষ্ঠ তলা বাসার চতুর্থ তলায় থাকতেন ফাতেমা ও তার পরিবার। দুর্ঘটনার পর প্রতিবেশী আলী আকবর জানায়, বাসায় বিকট শব্দের পর তারা চার তলায় গিয়ে দেখেন চারজন দগ্ধ অবস্থায় পরে আছে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
সারাবাংলা/এনএইচ