Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি দর্শকরা পিটুনি দিল ইবি হ্যান্ডবল খেলোয়াড়-কর্মকর্তাদের


১০ এপ্রিল ২০১৯ ১৯:৫১

খেলার মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদেরকে মারধরের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উত্তেজিত দর্শকদের বিরুদ্ধে। বুধবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে জাবি কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘটনা ঘটেছে। এতে ইবির অন্তত ৭ খেলোয়াড়সহ আহত হয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের একজন পরিচালক ও কর্মকর্তা। আহত খেলোয়াড়দেরকে ভর্তি করা হয়েছে সাভারের একটি বেসরকারি হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ হ্যান্ডবলে’র সেমিফাইনাল খেলা চলছিল। খেলার দ্বিতীয়ার্ধে ইবির একজন খেলোয়াড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন খেলোয়াড়কে আঘাত করেন। এরপরই উত্তেজিত দর্শকরা গ্যালারি ছেড়ে আসেন। তারা মাঠে নেমে ইবির খেলোয়াড়দের মারধর শুরু করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান দর্শকদের হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবো।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এনএইচ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটুনি মারামারি হ্যান্ডবল খেলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর