Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএফইউজের নির্বাহী কমিটিতে থাকতে অশোক চৌধুরীর ‘না’


১৮ এপ্রিল ২০১৯ ১৯:১২ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ২১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী কমিটির সদস্য থাকতে আপত্তি জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংগঠনটির মহাসচিব শাবান মাহমুদকে লেখা এক চিঠিতে এ আপত্তি জানান তিনি।

অশোক চৌধুরী বলেন, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদের গত ৪ এপ্রিল সাক্ষরিত এবং ১০ এপ্রিল হাতে আসা এক চিঠিতে তিনি জানতে পারেন গত বছর ৩০ অক্টোবর সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের এক সভায় তাকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপট করা হয়েছে।

পরিষদের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এতে সাড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি বিএফইউজে’র কল্যাণে নেতৃত্ব দিতে আগ্রহী হন তাহলে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে সেই চেষ্টা করবেন।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর