বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০১৯ ১০:০৯
বগুড়া: বগুড়ার শেরপুরে নিজেদের দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ লিটন ও আফসার নামে চরমপন্থী দলের দুই সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে যে, ভবানীপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে চরমপন্থী সর্বহারা দলের দু’পক্ষের বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তারা নিজেদের লিটন এবং আফসার বলে পরিচয় দেয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে চরমপন্থী দলের সদস্যদের ফেলে যাওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি এবং ৩টি পোস্টার উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
বগুড়ায় ‘গোলাগুলিতে’ ৭ মামলার আসামির মৃত্যু