Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো বন্ধ নৌপথ, রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক


৪ মে ২০১৯ ১১:৫৪

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে নৌপথ বাদে সড়ক ও রেল পথ যোগাযোগের জন্য এখনো সক্রিয়। নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে ট্রেন।

কমলাপুর রেল স্টেশন থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে ট্রেন চলাচলে বাড়তি সর্তকতা অবলম্বন করা হচ্ছে। সে কারণে কোনো ট্রেন হয়তো দেরি করে ছাড়ছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণী: বেশ কিছু ফ্লাইটের শিডিউল পরিবর্তন

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি তবে রেললাইনে গাছ ভেঙে পড়ে বা কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেজন্য ট্রেনের লোকোমোটিভ মাস্টারকে সতর্কভাবে ট্রেন চালাতে বলা হয়েছে।

সড়কপথেও যানবাহনগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে অন্যদিনের তুলনায় সড়কে যান চলাচল কিছুটা কম।

কেবলমাত্র নৌ পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। গত দুদিনের মত ফাঁকা রয়েছে দেশের প্রধান নদীবন্দর সদরঘাট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সদরঘাটসহ দেশের সবগুলো নদী ও সমুদ্রবন্দর।

ঘূর্ণিঝড় ‘ফণী’র সতর্কতা হিসেবে সারাদেশে বৃহস্পতিবার (২ মে) দুপুর থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

সারাবাংলা/এসএমএন

ঘূর্ণঝড় ফণী নৌপথ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর