Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফণী: সারাদেশে ১৬ জনের মৃত্যু


৪ মে ২০১৯ ১৬:৪৩

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর কারণে সারাদেশে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের কেউ বজ্রপাতে, কেউ গাছের ডাল চাপায় আবার কেউ গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন। এর মধ্যে বজ্রপাতেই মারা গেছেন আটজন।

দেশের বিভিন্ন স্থান থেকে সারাবাংলার প্রতিনিধিদের পাঠানো খবর:

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘরচাপা পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে নারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আও ১০ জন। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা: ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে ভোলায় দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় ঘরচাপায় রানু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) সকালে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রানু বেগম দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শামসুল হকের স্ত্রী।

ফণীর ক্ষয়ক্ষতি পূরণে সরকারই যথেষ্ট: ত্রাণ প্রতিমন্ত্রী

স্থানীয়রা জানান, ভোরে ভারী বর্ষণের সঙ্গে ঘুর্ণিঝড় শুরু হয়। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া ও কোড়ালিয়া গ্রামের দুই শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় ঘরচাপা পড়ে রানু বেগম মারা যান।

নোয়াখালী: নোয়াখালীর সূর্বণচর ও কোম্পানীগঞ্জে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স আড়াই বছর ও অন্যজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট কয়েক মিনিটির টর্নেডোর আঘাতে কোম্পানীগঞ্জ উপজেলায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে নাজমুন নাহার ঝুমুর নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। এছাড়া ফণীর আঘাতে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে বসতঘরের চাপায় ইসমাইল হোসেন নামের আড়াই বছরের একটি শিশুরও মৃতূ হয়েছে। নিহত ইসমাইল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বরগুনা: বরগুনার পাথরঘাটায় প্রচণ্ড ঝোড়ো বাতাসে কাঠের ঘর ধসে পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নুরজাহান বেগম (৬০) ও নাতি জাহিদুর (৯)।

উপজেলা চেয়ারম্যান জানান, মধ্য রাতের পর পাথরঘাটায় প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামে ঝড়ে গাছ উপড়ে ঘরের উপর পরে। এতে ঘর বিদ্ধস্ত হয়ে নিচে চাপা পরে নূরজাহান বেগম ও তার নাতি জাহিদুল ইসলাম মারা যায়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পৃথক এলাকায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) জেলার মিঠামাইন, ইটনা ও পাকুন্দিয়ায় উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

ফণী: চট্টগ্রামে দমকা হাওয়া-বৃষ্টিপাত

মৃতরা হলেন, মিঠামাইন উপজেলার কুড়ারকান্দি গ্রামের সুমন মিয়া (৭), বিরামচর গ্রামের এবাদ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২), ইটনা উপজেলার কাঠুইর গ্রামের রাকেশ দাসের ছেলে রুবেল দাস (২৬), পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের আসাদ মিয়া (৪৫), চরআলগি গ্রামের মজিবুর রহমান ও নুরুন্নাহার।।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মিঠামইনে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সুমন মিয়া মারা যায়। এ সময় তার গরুটিও বজ্রপাতে মৃত্যু হয়। একই সময় হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে মহিউদ্দিন প্রাণ হারান। অন্যদিকে ইটনায় কৃষি কাজ শেষে হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রুবেল দাস মারা যায়।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পাকুন্দিয়ায় বজ্রপাতে আসাদ মিয়া (৪৫) নামে এক কৃষক মারা যান। শুক্রবার দুপুরে বাড়ির সামনের জমিতে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার সন্ধ্যায় জেলার নবীনগরের বগডহর গ্রামে বজ্রপাতে কৃষক আতেল মিয়ার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের হরমুজ আলীর ছেলে। স্থানীয়রা জানান, জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিম্নচাপে পরিণত ফণী, বিপদ সংকেত নামিয়ে সতর্ক সংকেত

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় প্রবল বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে এক মোটাসাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটার লতাচাপলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাবিব।

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে আবদুল বারেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর স্থানীয় একটি হাওড়ে এই ঘটনা ঘটে। নিহত বারেক ওই হারে ধান কাটতে গিয়েছিলেন।

বাগেরহাট: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম শাহানুর বেগম। শুক্রবার দুপুরে রণজিৎপুরে এই দুর্ঘটনা ঘটে।

সারাবাংলা/এসএমএন

ঘূর্ণিঝড় ফণী সারাদেশে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর