শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে
৬ মে ২০১৯ ১৩:৩১
ঢাকা: এবছর শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গত বছর ১০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে এবার ১০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এমন ভয়াবহ ফলাফল করেছে। ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
পাশাপাশি শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও এবার বেড়েছে। এ বছর ২ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী মাধ্যমিকে পাস করেছে। যা গত বছরের তুলনায় ১ হাজার নয়টি বেশি।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে বলেন, ‘শিক্ষার মান বাড়াতে হবে। একই সঙ্গে পাসের হারও আমরা বাড়াতে চাই। তবে যেসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে আমরা তাদের দিকে আলাদা ভাবে নজর দেবো। তাদেরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
সোমবার (৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৮২.২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা গতবারের তুলনায় ৪.৪৩ শতাংশ বেশি।
এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। তবে এবার জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
আরও পড়ুন
এসএসসিতে পাস ৮২.২০%
গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে
সারাবাংলা/টিএস/এমও