Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে নিপীড়ন বিরোধীদের ধর্মঘট চলছে


২৯ জানুয়ারি ২০১৮ ১০:৩৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৬:৪১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ধর্মঘট পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তারা ধর্মঘট শুরু করেন।

নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই সমাবেশ হয়। এসময় তারা ঢাবি প্রক্টরের পদত্যাগ এবং দায়ী ছাত্রলীগ নেতাদের বহিস্কারের দাবিতে স্লোগান দেন। সমাবেশ চলাকালে কয়েক দফা ক্যাম্পাসে ঝটিকা মিছিল করে নিপীড়ন বিরোধীরা। সমাবেশ থেকে বক্তারা জানান, সারাদেশে সর্বাত্মক শিক্ষা ধর্মঘট পালিত হচ্ছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আন্দোলনে থাকা নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ঘটনায় ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ করে। পরে ওইদিন বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি না মানায় পুনরায় আন্দোলন শুরু হয়।

গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার বিভিন্ন ছবি। এরপর ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি

রাবিতে ধর্মঘটে ছাত্রলীগ-ছাত্রজোট হাতাহাতি

ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে জাবিতে ধর্মঘট

ঢাবি প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করবে নিপীড়ন বিরোধীরা

শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

 

https://www.youtube.com/watch?v=lf8MsZ7AUCY

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/ইউজে/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর