রংপুরে জেএমবি’র দুই সদস্য গ্রেফতার
১১ মে ২০১৯ ১৯:৫৭
রংপুর: রংপুরে পৃথক দুই অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শনিবার (১১ মে) রংপুরের হারাগাছ ও গঙ্গাচড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৩ (রংপুর) এর মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্তুজা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, র্যাবের জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ এলাকায় শনিবার অভিযানে যান। এ সময় জেএমবির এক সক্রিয় সদস্য রফিকুল ইসলামকে (৫৮) গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রফিকুলের দেওয়া তথ্যানুসারে রংপুর জেলার গঙ্গাচড়া থেকে জেএমবির অপর এক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই জঙ্গি সদস্য মো. নুরুল ইসলাম তালপট্টি এলাকার সেকান্দার আলীর ছেলে।
গ্রেফতার দুই জঙ্গি সদস্যের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
র্যাব-১৩ (রংপুর) এর মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্তুজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠনের সদস্য সংগ্রহ, চাঁদা সংগ্রহ, গোপন বৈঠকসহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে স্বীকার করেছে।’
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
সারাবাংলা/ওএম/একে