Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারামারির ঘটনায় ছাত্রলীগের ৩ সদস্যের তদন্ত কমিটি


১৪ মে ২০১৯ ১০:৫৩

ঢাবি: পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (১৪ মে) ছাত্রলীগ সভপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন, ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাৎ ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পল্বব কুমার বর্মন।

বিজ্ঞাপন

‘শিবির জাকিরে’ সূত্রপাত ছাত্রলীগের ২ অংশের মারামারির

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৩ মে (গতকাল) ইফতারের পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা সংগঠিত হয়েছ, আমরা ছাত্রলীগ পরিবার তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।’

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরেজমিনে অনুসন্ধান করে তথ্য উপাত্তসহ প্রতিবেদন দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির বিরোধিতাকারীদের ওপর হামলা

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ফুয়াদ হোসেন শাহাদাৎ সারাবাংলাকে বলেন, ‘আমরা ঘটনার ভিডিও দেখছি, ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা খোঁজার চেষ্টা করছি। যারা আহত হয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা প্রতিবেদন দেব। যারা জড়িত তাদের কড়া শাস্তির সুপারিশও করব।’

সারাবাংলা/এসএমএন

ছাত্রলীগ কমিটি পদবঞ্চিত মধুর ক্যান্টিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর