Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নিয়ে কথা যত কম বলা যায় তত ভালো: হানিফ


১৫ মে ২০১৯ ০১:৩০

ঢাকা: বিএনপি মূলত মিডিয়ার ওপর ভিত্তি করে টিকে আছে দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এই দল নিয়ে আর আমরা খুব একটা কথা বলতে চাই না। এটা একটা ভঙ্গুর ও দেউলিয়াপূর্ণ রাজনৈতিক দল। এই দল নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো।’

মঙ্গলবার (১৪ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণের ঘোষণার বিষয়ে হানিফ বলেন, ‘বিএনপিতে আদর্শের রাজনীতি বলে কিছু নেই। আদর্শহীন রাজনীতি থাকলে তখন নানা কর্মকাণ্ড, নানা কথাবার্তা আসে। বিএনপির কথা শুনে দলটাকে একটা চরম বিশৃঙ্খল দলই মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কে যে এই দলের নেতা, তারও ঠিক নেই। বোঝাও যায় না! কখনো এখান (দেশে) থেকে, কখনো লন্ডন থেকে, কখনো জেলখানা থেকে তাদের নির্দেশনা আসে। একটা রাজনৈতিক দল যখন দেউলিয়া হয়ে যায়। তখন তারা বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত একটার পর একটা গ্রহণ করতে থাকে।’

বিএনপি জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থানের কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালেই রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েছিল। ক্ষমতার বাইরে থাকার সময় তারা জনগণের ওপর আঘাত করেছে। জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে।’

মধুতে ছাত্রলীগের মারামারি সামান্য ঘটনা: হানিফ

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কৃষি সম্পাদক ফরিদুরনাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আখতারুজ্জামান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাউল আলম সাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ বিএনপি মাহবুব উল আলম হানিফ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর