বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ
১৬ মে ২০১৯ ২২:২০
ঢাকা: বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (১৬ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেক্ট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।’
‘এ অবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
‘সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী’
এদিকে, সুপ্রিম কোর্ট প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘ল রিপোর্টার্স ফোরাম’।
সারাবাংলা/এজেডকে/এমও