Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তনীল বড় চাঁদের রাত


৩০ জানুয়ারি ২০১৮ ১১:১৩

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

চাঁদ, চাঁদনী, পূর্ণিমা ইত্যাদি নিয়ে কী দারুণ সব প্রেমের গল্প রয়েছে। আবার পশ্চিমে ভূতের গল্প হয় চাঁদ অমাবস্যাকে ঘিরে, এই একজন চাঁদনী রাতে নেকড়ে হয়ে যাছে, তো অমাবস্যার রাতে কোনো ড্রাকুলা বের হচ্ছে। এগুলোর সব কিছুর উপরে আবার টোয়েলাইট সিরিজ তারা চন্দ্রগ্রহণকেও টেনে এনেছে। চাঁদকে ঘিরে বেদনা হয় তবে কেউ কি ভেবেছে স্নিগ্ধ সহজ চাঁদের আবার রাগও হয়? আমাদের ভাবা-ভাবির অবকাশ না দিয়ে চাঁদ নিজেই আজ শুরু করবে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, পূর্ণিমার রাত!

বিজ্ঞাপন

আজকে যে পূর্ণিমা হবে সেই পূর্ণিমায় চাঁদের সাথে হওয়া সম্ভব সব রকম ঘটনাই ঘটবে। আজকে পূর্ণিমা, আজ সুপারমুন, আজকেই ব্লু মুন, আজকেই ব্লাড মুন বা লাল চাঁদ দেখা যাবে। কিছু মানুষ আছে না, তাদের সব দেওয়ার পরেও, এহ এইটা তো কিছুই না, পারতো আমার অমুক বলে বেড়ায়? তাদের মুখে ছাই দিয়ে আজ চন্দ্রগ্রহণও।

আমরা বেশ কয়েক পূর্ণিমা ধরেই বড় চাঁদ দেখতে পাই। চাঁদের সাধারণ আকারের চেয়ে বড় এই চাঁদকে বলে সুপার মুন। এ চাঁদগুলো সাধারণ চাঁদ থেকে ১৪ গুণ বড়। এখন কথা হচ্ছে এই চাঁদ কীভাবে বড় হয়? হরলিক্স খেয়ে তো আর হয় না। ঘটনা হচ্ছে চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার। ফলে কখনও সে পৃথিবীর খুব কাছে আসে তখন চাঁদকে বড় দেখা যায়। এইটাই চাঁদের বড় হওয়ার রহস্য।

একই মাসে যখন দুইবার পূর্ণিমা হয় তখন সেটাকে বলে ব্লু মুন। পূর্ণিমা সারা দুনিয়া জুড়েই যেহেতু খুবই আরাধ্য বস্তু। সবাই একমাসে আরেকটা পূর্ণিমা চায়। এই পূর্ণিমার নামই ব্লু মুন। এ মাসে শুরুতেই একটা পূর্ণিমা হয়ে গিয়েছে। তাই এটা ব্লু মুন।

চাঁদের আবার আজ গ্রহণও আছে। চাঁদের গ্রহণ লাগলে চাঁদ কিছুক্ষণ সময়ের জন্য লালচে দেখায়।। সেটাকে বলে ব্লাড মুন। এই তো গেলো চাঁদের ফিরিস্তি। এখন আসল কথা বলি। চাঁদের এইসব ঘটনা একসাথে গত ১৫০ বছরের মধ্যে একবার হচ্ছে। আবার হবে হয়তো আরও ১৫০ বছর পর। তাই আজকে আপনার যতই কাজ থাকুক, যতই শীত করুক, যতই ঘুম আসুক, চাঁদ দেখতেই হবে।

বিজ্ঞাপন

আজকে মাঘের ১৭ তারিখ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্য প্রবাহ থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৩। বাতাসের বেগ ৫-১১ কিলোমিটার প্রতি ঘণ্টায়, বাতাসের আর্দ্রতা সর্বনিম্ন ৪০ শতাংশ।

তবে এগুলো শুধু তথ্য। খবর হচ্ছে, আকাশে মেঘের পরিমাণ ৩১ শতাংশ। আর সূর্য ডুবে যাবে বিকাল ৫টা ৪৩ এ, চাঁদ উঠবে তারও আগে ৪টা ৩০ এ। তাহলে আজকে সারাদিন কোনো ক্রমে পাড় করে দিন।  সন্ধ্যা হলেই আজ শুরু হয়ে যাবে, পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, পূর্ণিমা!

খুব করে উৎযাপন করুন আজকের এই অনন্য চাঁদনী রাত।

সারাবাংলা/এমএ/জেডএফ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর