ফ্রুটিকার আদলে ভেজাল জুসগুলো তৈরি করা হতো
২০ মে ২০১৯ ১৯:১৪
বগুড়া: হঠাৎ দেখে মনে হবে প্রাণের ফ্রুটিকা জুস। একই রকম বোতল, নাম রাখা হয়েছে ফ্রুটিক্স। ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ নামে অনুমোদনহীন একটি কোম্পানি ভেজাল জুস তৈরি এবং বাজারজাত করে আসছিল।
সোমবার (২০ মে) বিকেলে বগুড়ার বিসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়। এ সময় ভেজাল জুস এবং কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়। যার ২ বাজার মূল্য লক্ষাধিক টাকা।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। সূত্র জানায়, সেলিম রেজা নামে এক ব্যক্তি এই ভেজাল পণ্যের ব্যবসা করে আসছিলেন।
এটিএম কামরুল ইসলাম সারাবাংলাকে জানান, কোম্পানিটির কোনো অনুমোদন ছিল না। একটি কোম্পানির বোতল এবং স্টিকার নকল করে তারা ভেজাল জুস তৈরি ও বাজারজাত করে আসছিল। কারাখানাটির কোনো সাইনবোর্ড নেই। তবে কারখানাটির মালিক এবং কর্মচারী কাউকে পাওয়া যায়নি।
সারাবাংলা/এটি