Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু


২৩ মে ২০১৯ ০২:৪৩

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকার আলরাজি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

মৃত চালকের নাম মেহেদী হাসান (২৬)। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। পিরোজপুর জেলার জিয়ানগর থানার হোগলাবুনিয়া গ্রামের আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মেহেদী।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আলরাজী হাসপাতালের একটি কাভার্ডভ্যান চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান ছিটকে পড়ে ঘটনাস্থালেই মারা যান। পরে ওই কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

মেহেদীর চাচাতো ভাই আবির হোসাইন জানান, তার ভাই ঢাকা কলেজ থেকে ইসলামি ইতিহাস বিষয়ে এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর