Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন-ভাতা না দিলে সোমবার সন্ধ্যা থেকে কাজ বন্ধ: সিইউজে


৩০ মে ২০১৯ ১৯:২২

চট্টগ্রাম ব্যুরো: যেসব গণমাধ্যমে বেতন-ভাতা ও ঈদের বোনাস বকেয়া আছে, আগামী সোমবার (৩ জুন) দুপুরের মধ্যে সেগুলো পরিশোধের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। অন্যথায় সোমবার সন্ধ্যা থেকে কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা এসেছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল।

বিজ্ঞাপন

সিইউজে নেতারা বলেন, অনেক জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন মিডিয়ায় এখনো বেতন-ভাতা বকেয়া আছে। ঈদের বোনাসও এখনো পরিশোধ করা হয়নি। সোমবার দুপুরের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে সন্ধ্যা থেকে এসব মিডিয়ায় কাজ বন্ধ থাকবে।

ঈদের পরে টানা আন্দোলনেরও ঘোষণা এসেছে এই সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাবেক সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সহসভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব কাজী মহসীন, সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ ও টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, সদস্য খোরশেদ আলম শামীম ও মহরম হোসেন।

সারাবাংলা/আরডি/এমআই

বেতন-বোনাস বেতন-ভাতা সমাবেশ সিইউজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর