Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখ খুলেছেন রিপন, বললেন ‘আমার মাথা ঠিক ছিল না’


১ জুন ২০১৯ ১৯:৫২ | আপডেট: ১ জুন ২০১৯ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে দুর্ধর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের ঘটনা তদন্তে কারা কর্তৃপক্ষের গঠিত কমিটি কাজ শুরু করেছে। শনিবার (১ জুন) কমিটির সদস্যরা কারাগারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অমিত হত্যা মামলার আসামি রিপন নাথের বক্তব্য নিয়েছেন।

তদন্ত কমিটির সদস্য কারা অধিদফতরের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন) ফজলুল হক সারাবাংলাকে বলেন, “রিপন নাথের বক্তব্য আমরা নিয়েছি। তবে সে কথা খুবই কম বলে। খুন করার কথা সে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের আগে তার সঙ্গে অমিতের কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়েছে। তবে বড় ধরনের কোনো ঝগড়া বা মারামারির কথা সে আমাদের বলেনি। কথা কাটাকাটি কেন হয়েছে— জানতে চাইলে রিপন বলেছে, ‘আমার মাথা ঠিক ছিল না।’”

বিজ্ঞাপন

আরও পড়ুন- কারাগারে খুন: সন্দেহের তীর ‘যুবলীগ নেতার’ বলয়ের দিকে

কারা অধিদফতর গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন। কমিটিতে নোয়াখালী কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মনির হোসেনও আছেন।

ডিআইজি-প্রিজন ফজলুল হক জানান, শনিবার দুপুর ১২টার দিকে তারা কারাগারে যান। বিকেল ৪টার দিকে তারা কারাগার থেকে বের হন। আসামি রিপন নাথের পাশাপাশি তারা জেল সুপার, জেলার ও সংশ্লিষ্ট সেলের কারারক্ষীদের সঙ্গেও কথা বলেছেন।

তিনি আরও জানান, আসামি রিপন নাথ ইট দিয়ে মাথায় আঘাত করে অমিতকে খুন করার কথা স্বীকার করেছে।

ইট কোথায় পেয়েছে, সেটা বলেছে কি না— জানতে চাইলে ফজলুল হক বলেন, ‘বিষয়টি এখনও আসেনি। রিপনের সঙ্গে আরও কথা বলতে হবে। সময় আছে। আমরা আবারও কারাগারে যাব।’

গত ২৯ মে রাত ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে অমিতকে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। অমিত মুহুরী নিহতের ঘটনায় পরদিন নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। মামলায় অমিত যে কক্ষে আহত হয়েছেন অর্থাৎ ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষের আরেক কয়েদি রিপন নাথকে (২৭) আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।

মামলায় কারা কর্তৃপক্ষ দাবি করেছে, রিপনের সঙ্গে কথা কাটাকাটি ও মারামারির জেরে অমিতকে মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কারাগারে ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ঘুমন্ত অবস্থায় অমিতকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বন্ধুকে নৃশংসভাবে খুনের পর ড্রামে ভরে এসিড দিয়ে লাশ গলিয়ে দিঘীতে ফেলার মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ অমিত মুহুরীকে (৩২) গ্রেফতার করেছিল পুলিশ। অমিত যুবলীগের কেন্দ্রীয় উপঅর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের বলয়ে সক্রিয় ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন-

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী কারাগারে খুন

অমিত খুন: কারা কর্তৃপক্ষ বলছে মারামারি, প্রশাসনের ভিন্ন বক্তব্য

কারাগারে হত্যাকাণ্ড : আসামিকে পাঁচদিনের রিমান্ডে চেয়েছে ডিবি

সারাবাংলা/আরডি/টিআর

অমিত মুহুরী কারাগারে খুন