জমে উঠেছে তাহিরপুরে ঈদের বাজার, বেদনার সুর কৃষকের
৩ জুন ২০১৯ ০২:১০
সীমান্ত উপজেলা সুনামগঞ্জের তাহিরপুরে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। ক্রেতাদের উপচেপড়া ভিড়ে সরগরম হয়ে উঠেছে উপজেলার ছোট-বড় দোকানগুলো। মার্কেট ও বিপণি বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও চলছে ঈদের কেনাকাটা।
শিশু-কিশোর, নারী-শিশু, তরুণ-তরুণীসহ সব বয়সী ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে ঈদের বাজারগুলো। বিশেষ করে ইফতারের পর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়ে জমজমাট হয়ে উঠছে।
ঈদ যত এগিয়ে আসছে বিপণিগুলোতে প্রতিদিন ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। পবিত্র রমজান শেষে মুসলমানদের ঈদ উৎসবকে ঘিরে মানুষকে কাছে টানতে তাহিরপুর উপজেলার প্রতিটি দোকান নানা বর্ণের, নানা দামের পোশাকে সাজানো হয়েছে। কসমেটিকস, জুতার দোকান, টেইলারিং দোকানগুলোতে ভিড় লেগেই আছে।
বিশেষ করে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মক্কা টাওয়ার, হাজী মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, নিউ রয়েল ফ্যাশন, ইভা ফ্যাশন, সেলিম সু ষ্টোর, আকবর কসমেটিকস, জাহের কসমেটিকস সহ অন্যান্য দোকান সমূহে প্রতিদিনই সকাল থেকে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। কিন্তু ব্যতিক্রম চিত্র দেখা গেছে টিভি, ফ্রিজের শো রুম সমূহে।
তবে কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, হাওরের ফসলের উপর নির্ভরশীল এ অঞ্চলের কৃষকদের ধানের সঠিক দাম না পাওয়াতে তাদের কেনাকাটায় অনেকটা বেদনার সুর। তারপরও ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে চাহিদা মেটাতে হচ্ছে পরিবারের সদস্যদের, সেই সাথে আত্মীয় স্বজন সহ নিজের।
বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের নিউ রয়েল ফ্যাশনের কর্ণধার রয়েল আহমেদ, ইভা ফ্যাশনের মালিক আঃ রব, আকবর কসমেটিকস এর মালিক আকবর আলী সহ একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, এবার ঈদের বেচাকেনায় বেশ আশানুরূপ সাড়া পাচ্ছেন। তারা জানান, ক্রেতা আসছে প্রচুর, যত দিন গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে বেচাকেনা। আলহামদুলিল্লাহ, এবার ঈদে বেচাকেনা ভালোই হবে।
সারাবাংলা/এমআরপি