Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সকালে ফরিদপুর সড়কে ঝরলো ৪ প্রাণ


৫ জুন ২০১৯ ০৯:৫১

ফরিদপুর: ঈদুল ফিতরের সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগলে বাসের চালক ও সহকারীসহ চার জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৫ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি ঈদে ঘরমুখী যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গার পথে যাচ্ছিল।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল সারাবাংলাকে জানান, এ কে ট্রাভেলসের বাসটি চুয়াডাঙ্গার পথে যাচ্ছিল। পথে ফরিদপুরের ধুলদী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ওই বাসের চালক ও হেলপারসহ চার জন মারা যান।

স্থানীয়রা বলেন, সকাল ৬টার দিকে তারা হঠাৎ ঘটনাস্থলে বিকট শব্দ এবং এর পরপরই মানুষের আর্ত চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে এসে দেখেন সেখানে এ কে পরিবহনের একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দাঁড়িয়ে আছে। বাসের চালক ও হেলপারসহ যাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের আঘাত ততটা গুরুতর নয়।

এদিকে, দুর্ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/টিআর

ঈদযাত্রা ঈদুল ফিতর দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর