Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ সিদ্ধান্ত না বদলালে শনিবার থেকে আন্দোলন


১৩ জুন ২০১৯ ১৪:৩৪ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিকেল অফিসার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তারা বলেছেন, পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত ও মঙ্গলবার (১১ জুন) রাতে হওয়া মামলা প্রত্যাহার না করা হলে শনিবার (১৫ জুন) থেকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে যাবেন তারা।

বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হয়ে তারা একথা জানান।

আরও পড়ুন: বিএসএমএমইউ ভিসির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

এর আগে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠক শেষে বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, মেডিকেল অফিসার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে। যত দ্রুত সম্ভব এই পরীক্ষার তারিখ জানানো হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ জুন) মেডিকেল অফিসার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলার দ্বিতীয় দিনে তা ‘আপাতত’ স্থগিত করার কথা জানিয়েছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

আরও পড়ুন: বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার নিয়োগে মৌখিক পরীক্ষা চলবে

বিশ্ববিদ্যালয়টির মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীরা গত প্রায় এক মাস ধরে পরীক্ষা বাতিল ও পুনঃনিরীক্ষণের দাবিতে আন্দোলন করে আসছিলেন।

সারাবাংলা/জেএ/এনএইচ

বিএসএমএমইউ মেডিকেল অফিসার নিয়োগ