Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওসি মোয়াজ্জেম পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে’


১৭ জুন ২০১৯ ১৫:৩৪

ঢাকা: ‘ওসি মোয়াজ্জেম যদি নির্দোষ হতেন, তাহলে তিনি পলাতক হতেন না। উনি দোষী তাই গ্রেফতার পরোয়ানি জারি হওয়ার সঙ্গে সঙ্গে পলাতক হয়েছেন, যা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে।’

সোমবার (১৭ জুন) নুসরাত হত্যা মামলার সঙ্গে জড়িত সাইবার অপরাধের অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে শুনানির সময় মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন এসব কথা বলেন।

সুমন শুনানিতে বলেন, ‘ওসি মোয়াজ্জেম আইনের মানুষ হয়ে কেন পলাতক হয়েছেন? উনি নির্দোষ হলে আদালত আত্মসমর্পণ করতেন। ওসি মোয়াজ্জেম পলাতক হয়ে গোটা জাতিকে বিস্মিত করেছেন। সবকিছু মিলিয়ে আদালত সিদ্ধান্ত নিবেন।’

তিনি আরও বলেন, ‘গত ২০ দিন আগে এই ট্রাইব্যুনালই সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০ দিন পর তাকে গ্রেফতার করে পুলিশ। যিনি আইনের রক্ষক ছিলেন। পুলিশ বাহিনীর হয়ে আইনের ক্ষমতা প্রয়োগ করেছেন। তার বিরুদ্ধে পরোয়ানা জারির পর আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালত আত্মসমর্পন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সাধারণ জনগণের মতো ওয়ারেন্টকে ভয় পেয়ে পলাতক হন। পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ।’

এসময় ব্যারিস্টার সুমন আদালতে ওসি মোয়াজ্জেমের জামিনের বিরোধিতা করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ শুনানিতে বলেন, ‘ওসি মোয়াজ্জেম আইনের আশ্রয় গ্রহণ করার জন্যই উচ্চ আদালতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সারেন্ডারের সুযোগ না দিয়েই, তাকে গ্রেফতার করে হয়েছে।’

ওসি মোয়াজ্জেম পলাতক ছিলেন না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতে তিনি জামিনের জন্য গিয়েছিলেন। ওসি মোয়াজ্জেম বাইরে বের হননি কারণ বিভিন্ন মিডিয়ার কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হতো। ওসি মোয়াজ্জেমের অভিযোগ শুধু ভিডিও শেয়ারিং করা। নরমালি থানার ভিতরে কোনো ভিকটিম এলে তা রেকর্ড করা হয়। কারণ অনেক সময় এজহার রেকর্ড করার পর তা অস্বীকার করেন ভিকটিম। এজন্য তা রেকর্ড করা হয়েছে। আসামি জামিন পেলে জামিনের কোনো শর্ত ভঙ্গ করবেন না। তাই জামিনের প্রার্থনা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। একইসঙ্গে আগামী ৩০ জুন এ মামালর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন।

এদিন ওসি মোয়াজ্জেম হোসেনকে বেলা ২.২২ মিনিটে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এর কিছু সময় পর বিচারক মামলার শুনানি শুরু করেন।

শুনানি শেষে আদালত ভবনের নিচে মামলার বাদী সুমন সাংবাদিকদের বলেন, ‘ওসি মোয়াজ্জেমকে হাতে হাতকড়া দিয়ে আনা হয়নি। সে বিষয়ে পুলিশ ভালো জানেন কেন আনেননি। তবে পুলিশ ভাইয়দের কাছে অনুরোধ করে বলেন, অন্য আসামিদের বেলায়ও যেন একই ট্রিটমেন্ট করা হয়।’

গতকাল রোববার (১৬ জুন) বিকেলে হাইকোর্ট এলাকা আটক হওয়ার পর ওসি মোয়াজ্জেম শাহবাগ থানা পুলিশের হেফাজতে ছিলেন। পরে সোমবার সকালে সোনাগাজী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ওসি মোয়াজ্জেমকে শাহবাগ থানা আদালতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসলাম জগলুল হোসেন মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

মামলার এজাহারে থেকে জানা যায়, গত ২৭ মার্চ নুসরাতকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। সেখানে তিনি নিয়মবহির্ভূতভাবে নুসরাতকে জেরা করতে থাকেন। ওই জেরার সময় নুসরাতের ভিডিও ধারণ করেন ওসি মোয়াজ্জেম। পরবর্তী সময়ে তিনি ফেসবুক ও ইউটিউবে তা ছড়িয়ে দেন। ওই সময় মোয়াজ্জেম হোসেন আপত্তিকর ভাষায় নুসরাতকে জেরা করেন। এছাড়া তার ধারণ করা ভিডিও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞাপন

ওই ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারা মামলাটি দায়ের করা হয়। একইসঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানান।

আরও পড়ুন:
ওসি মোয়াজ্জেম আদালতে
ওসি মোয়াজ্জেমের সর্বোচ্চ শাস্তি চায় নুসরাতের পরিবার
ঢাকার আদালতেই তোলা হবে ওসি মোয়াজ্জেমকে
জামিন নিতে এসে ধরা পড়লেন ওসি মোয়াজ্জেম
সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেফতার
ফেনীর পুলিশও ঢাকায় খুঁজে পাচ্ছে না ওসি মোয়াজ্জেমকে

সারাবাংলা/এআই/এমও

ওসি মোয়াজ্জেম টপ নিউজ নুসরাত হত্য ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর