Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপবন এক্সপ্রেস দুর্ঘটনা: মৃত ব্যক্তির পরিবার পাবে ১ লাখ টাকা


২৬ জুন ২০১৯ ১৫:০৪

সিলেট: মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মন্ত্রী জানান, মৃত ব্যক্তির পরিবার পাবে ১ লাখ টাকা, আহত প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা।

বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে এসে এ তথ্য জানান রেলমন্ত্রী।

আরও পড়ুনসিলেট-ঢাকা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে

গত রোববার (২৩ জুন) রাতে সিলেট-আখাউড়া সেকশনের বরমচালে যাত্রী নিয়ে উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় মারা যান চারজন। এ ঘটনায় আহত শতাধিক যাত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালে চিকিৎসার খোঁজখবর নিতে এসে রেলমন্ত্রী বলেন, আহতদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, আহতদের চিকিৎসায় যেন কোনো রকম অবহেলা করা না হয়। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই রাখা হবে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রমাণ হলে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন: ‘সিলেট মহাসড়ক বন্ধ থাকায় যাত্রী চাপ সামাল দিচ্ছিল রেল’

এসময় রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন। এছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের  পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সিলেট বিভাগ) ডা. দেবপদ রায়, সহকারী পরিচালক প্রশাসন আবুল কালাম আজাদ, ডা. সুপান্ত ভট্টাচার্য, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ-সভাপতি ভ্রান্তি বালা দেবী, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক সুলেমান আহমদ, প্রচার সম্পাদক নাজির আলম, সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় রেলওয়ের ২ তদন্ত কমিটি

সিলেটের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ, দুর্ভোগ চরমে

ছবিতে উপবন এক্সপ্রেস দুর্ঘটনা

টপ নিউজ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সিলেট

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর