ধুলোর ধরণীতে
৩ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
মাঘ মাসের একদম শেষের ১০ দিন শুরু হয়ে গেলো। আজ কুয়াশা কেটে গিয়েছে তবে ধুলা দিয়ে চারদিক ঘোলা ঘোলা হয়ে আছে।
সূর্য ইদানীং আগের চেয়ে সকাল সকাল উঠছে। আজও যেমন উঠলো ৬টা ৩৯ এ। ডুববেও একটু দেরিতে ৫টা ৪৬ এ। সূর্যের এই সময় বাড়ানোই বলে দিচ্ছে সূর্যদেব গরমে গরমে আমাদের জীবন অতিষ্ঠ করার জন্য মুগুর ভাজা শুরুর করেছেন।
আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি আর সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এমন ছিল। বাতাসও ছিল বেশ। কিন্তু কী যে গরম লেগেছে! চুল ভিজে গিয়েছে ঘামে। এইসব দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশে কুমুলোনিম্বাস মেঘ, ঘন আর কালো। আবহাওয়ার অফিসও বলছে বৃষ্টি আসছে। উত্তরবঙ্গে আজ কালকের মধ্যেই আসবে। ঢাকা আসতে আর কতদিন লাগে এটাই বিষয়!
আকাশে মেঘ থাকলে কী হবে অতিবেগুনী রশ্মি তাতিয়ে আছে, যেদিক থেকে বের হবে সেদিক থেকে আক্রমণ করে বসবে। এখন চ্যাটচ্যাটে আবহাওয়ায় সানস্ক্রিন মাখতে ভালো না লাগলে ছাতা নিয়ে চলুন। এক কাজে দুই কাজ হবে, রোদও ঠেকানো হবে আবার বৃষ্টি যদি নেমেই যায়, মাথা বাঁচানো যাবে।
বৃষ্টি না হওয়া পর্যন্ত দুনিয়া ধুলায় ধুলায় ভেসে যাচ্ছে। নাকে ধুলা ঢুকছে চুলে ধুলা লাগছে। কী যে জ্বালা! বাইরে বের হলে এক পৃথিবী ঝুলো মেঘে ঘরে ফিতরে হয়। চুল খুলে রাখা যায় না। ধুলোকে তো বৃষ্টি না আসলে শায়েস্তা করা যাবে না। নিজেরাই হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন থাকুন। বাতাসের আর্দ্রতা এখনও খুব বাড়েনি। গতকাল ছিল ৭৮ শতাংশ। হাত পা ধুয়ে তাই হালকা ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।
আজকে কালকের মধ্যে যদি ঢাকাতে বৃষ্টি এসেই পরে। অথবা চার পাঁচদিন পরেও যদি আসে। আবেগে ভেসে আবার বৃষ্টিতে ভিজতে যাবেন না। বছরের প্রথম বৃষ্টি আর আমরা আমাদের শহরকে মনে খুশিতে দূষিত করছি। এই বৃষ্টির পানি সে সব দূষণ নিয়েই আমাদের গায়ে পড়বে। সে পানি তাই গায়ে না লাগানোই ভালো।
ভালো যাক আপনার ছুটির দ্বিতীয় দিনটিও।
শুভ সকাল!
সারাবাংলা/এমএ