টরন্টোতে ‘মাল্টিকালচারালিজম ডে’ উদযাপন
১ জুলাই ২০১৯ ২২:০৩
কানাডা: কানাডিয়ান মাল্টিকালচারালিজম ডে উপলক্ষ্যে টরেন্টোতে রেডিও মেট্রো মেইলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডাইভার্সিটি ডিলাইট ‘।
রোববার (৩০ জুন) টরেন্টোর আলবার্ট ক্যাম্পবেল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ভাষাভাষী ছয়জন তরুণকে ‘আরএমএম ডাইভারসিটি অ্যাওয়ার্ড-২০১৯’ দেওয়া হয়।
অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, স্কারবোরো সাউথওয়েস্ট-এর এমপিপি ডলি বেগম, বিচেস ইস্ট ইয়র্ক-এর এমপিপি রিমা বার্নস, স্কারবোরো সাউথওয়েস্ট-এর এমপি বিল ব্লেয়ারের প্রতিনিধি ডানকানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রেডিও মেট্রো মেইল, পেস এবং এলায়েন্স ফর বাংলাদেশি কানাডিয়ান্স (এবিসি) প্রথমবারের মত একসঙ্গে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কানাডিয়ান মাল্টিকালচারালিজম ডে উদযাপন করে।
স্কারবোরো সাউথওয়েস্ট-এর এমপিপি ডলি বেগম রেডিও মেট্রো মেইলের কানাডিয়ান মাল্টিকালটারাল ডে উদযাপনের পাশাপাশি তরুণদের কমিউনিটির কাজের প্রশংসা করে বলেন, ‘তরুণদের আরও উৎসাহিত করতে হবে। মাল্টিকালচারালিজমের নানান দিক ও অবয়ব সম্পর্কে তাদের ধারণা নিতে হবে। বহুজাতিক সংস্কৃতির তরুণরাই কানাডার সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে পারবে। ’
বিচেস ইস্ট ইয়র্ক-এর এমপিপি রিমা বার্নস এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘কানাডার মাল্টিকালচারালিজম আমাদের শেখায় একে অপরকে সম্মান করতে, শেখায় কিভাবে একে ওপরের আইডেন্টিটিকে শ্রদ্ধা করতে হয়। ’
এদিকে উদ্যোক্তাদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে কবি আসাদ চৌধুরী বলেন , ‘মাতৃভূমির সংস্কৃতিকে না ভুলে বহুজাতিক সংস্কৃতির ভেতরে থেকে দেওয়া আর নেওয়ার প্রক্রিয়ায় নিজেকে হৃদ্য করতে হয় এখানে। এই যে বহুজাতিক সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এটিই তো কানাডিয়ান মাল্টিকালচারালিজমের শিক্ষা।’
অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে রেডিও মেট্রো মেইলের চেয়ারপারসন নুসরাত জাহান বলেন, ‘কানাডিয়ান মাল্টিকালচারালিজম ডে উপলক্ষে আমাদের অনুষ্ঠানমালা সবাই উপভোগ করেছেন দেখে আমরা সবাই আনন্দিত। প্রথমবারের মত একাধিক সংগঠন মিলে আমাদের কমিউনিটিতে এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে গর্ব বোধ করছি।’
সারাবাংলা/পিটিএম