Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলি আর্টিজান মামলায় ভারতীয় নাগরিকসহ ২ জনের সাক্ষ্য


২ জুলাই ২০১৯ ১৮:৩৩

ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় ভারতীয় নাগরিক ডা. সত্য প্রকাশসহ দুই জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. মনিরুল কামাল সাক্ষীদের সাক্ষ্য নেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৯ জুলাই পরবর্তী সাক্ষ্যর দিন ঠিক করেন বিচারক। অপর সাক্ষী হলেন, রিকশাচালক মো. আসলাম হোসেন।

বিজ্ঞাপন

সাক্ষ্য গ্রহণকালে ডা. সত্য প্রকাশ আদালতে বলেন, ‘২০১৬ সালের ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গিয়ে একটি টেবিলে বসি। এরপর সন্ত্রাসীরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। তারা গোলাগুলি শুরু করে। আমার পাশে বসে থাকা একজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ত্রাসীরা আমার টেবিলের পাশে এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি বাংলাদেশী কি না। আমি তাদের বলি আমি বাংলাদেশি। তখন সন্ত্রাসীরা আমাকে বলে, আপনি ভয় পাবেন না। আমরা আপনার কোন ক্ষতি করবো না। আপনি টেবিলের নিচে মাথা নিচু করে বসে পড়েন। সারারাত আমি টেবিলের নিচে মাথা নিচু করে বসে থাকি। এরপর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ তাকে জেরা করেন।’

এ নিয়ে এই মামলার ২১১ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

উল্লেখ্য, মামলাটিতে ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এরপরে গত ২০১৮ সালের ২৯ আগস্ট পলাতক আসামি মো. শরিফুল ইসলাম ও মামুনুর রশিদের সম্পত্তি ক্রোক এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত।

আসামিরা হলেন, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমআই

আটক তামিম হলি আর্টিজান হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর