স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকার দনিয়াতে অবস্থিত এ.কে. হাই স্কুল এন্ড কলেজের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওই ব্যাচের দুই শতাধিক প্রাক্তণ ছাত্ররা অংশ নেয়। অনুষ্ঠানে প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে একটি ডিজিটাল ঘড়ি উপহার দেওয়া হয়। একই সঙ্গে আগামী বছর থেকে স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে দিনব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।
সারাবাংলা/এইচএ/এনএস