Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বামীর বিরুদ্ধে আবারও মামলা করলেন মিলা


১১ জুলাই ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৮:৫২

ঢাকা: কণ্ঠশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলা করেছেন কণ্ঠশিল্পী মিলা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আসসামছ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে অভিযোগের তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অন্য দুই আসামিরা হচ্ছেন মিলার প্রাক্তন স্বামী পারভেজ সানজারির ভাই এসএমআর রহমান এবং খান আল আমিন হলেন মামাতো ভাই। বাদীপক্ষের আইনজীবী এইচ এম তানভীর ও বারের বর্তমান সেক্রেটারি আসাদুজ্জামান খান রচি শুনানি করেন।


আরও পড়ুন :  ‘সা রে গা মা পা’র ফাইনালে গাওয়া নোবেলের পরিবেশনা ফাঁস!


মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১২ মে আসামি পারভেজ সানজারি সাথে মামলার বাদীর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস  যাওয়ার পর মামলার বাদীকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতে শুরু করে সানজারি। আসামি পারভেজ সানজারি একজন মাদকাশক্ত ,উচ্ছৃঙ্খল, অনৈতিক চরিত্রের হওয়ার বাদীকে যৌতুকের দাবীতে মারধর করে। এরপর বাধ্য হয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর উত্তর-পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দন্ডবিধির আরেক ধারায় একটি মালমা দায়ের করেন। ওই মামলার পারভেজ সানজারিকে পুলিশ গ্রেফতার করেন। এর কিছুদিন পরে পারভেজ জামিন পান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিগন গত ১৫ জুন সিরাজি ভাই নামের এক ইউটিভব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে। যাতে মিলাকে সন্ত্রাসী পপ-তারকা মিলা শিরোনামে উল্লেখ করা হয়। আসামিগন বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য বলে ক্ষান্ত হননি বরং সেই কথাগুলো শেয়ার করে দেশের জনগন ও আইন আদালত রাষ্ট্রপক্ষের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত ২৪ জুন আসামিদের সহযোগিতায় মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর গত  ২ জুন আসামি পারভেজ তার ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন- কিম জন পিটার হালদার(পিটার) মিলার সহযোগীতায় আমার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সেই ভিডিও ক্লিপেটিতে কিছু স্পষ্ট দেখা যায় না। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করার পর প্রতিনিয়ত উপরোক্তভাবে মানহানিকর বক্তব্য প্রদান করছে।

বিজ্ঞাপন

বাদী মামলাটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

সারাবাংলা/এআই/পিএ/পিএম


আরও পড়ুন :

.   নিজের অতীত কিনে নিলেন কার্তিক!

.   সালমানের সঙ্গী হচ্ছেন কারা?

.   ‘আলফা’ নিয়ে দর্শকদের প্রশ্নের জবাব দেবেন পরিচালক

.   ছবিতে ‘নৈতিকতা’ খোঁজেন না শাহরুখ

.   ‘কবির সিং’ হয়েই পারিশ্রমিক বাড়ালেন শহীদ কাপুর

.   নোবেলের গানে দুই বাংলার মিউজিশিয়ান


কণ্ঠশিল্পী টপ নিউজ মামলা মিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর