ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকার একটি বাসা থেকে পুলিশ কনস্টেবল বিউটি আক্তারের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এজিবির কলোনির ১৮ তলার একটি কক্ষ থেকে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিউটি আক্তারের দায়িত্ব ছিল রাজারবাগ তিন নম্বর কোম্পানিতে। তিনি মতিঝিলের ওই বাসায় ভাড়া থাকতেন।
ওমর ফারুক জানান, বিকেলে বিউটি আক্তারের সঙ্গে তার স্বামী তরিকুল ইসলামের ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরে তরিকুল বাথরুমে যান। এ সময় বিউটি আক্তার বাহিরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে দেন এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তরিকুল দরজা ভেঙে বের হয়ে তার স্ত্রীকে ঝুলতে দেখে থানায় খবর দেন।
সারাবাংলা/এসএসআর/এটি