আজমীর শরীফে বিদিশা, ফেসবুকে প্রতিক্রিয়া
১৪ জুলাই ২০১৯ ১২:৫২
ঢাকা: ভারতের আজমীর শরীফে অবস্থানরত বিদিশা তার সাবেক স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়ে প্রতিক্রিয়া লিখেছেন নিজের ফেসবুক পেজে। রোববার (১৪ জুলাই) সকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ঘণ্টা তিনেক পর বিদিশা প্রোফাইল ছবি বদলে সেখানে কালো ব্যাজ ঝুলিয়েছেন।
তিনি ফেসবুক পেজে তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমি ও আজমীর শরীফ আসলাম, আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’
রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তার রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘদিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৬ জুন সিএমএইচ-এ ভর্তি হন এরশাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল । তার বয়স হয়েছিল ৮৯ বছর।
হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার বাদ জোহর অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। এরপর সকাল সাড়ে ১১টায় তার মরদেহ জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেওয়া হবে। কাকরাইল অফিসে সর্বস্তরের নেতাকর্মীরা এরশাদের মরদেহে শ্রদ্ধা জানাবেন।
নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি শেষে এরশাদের মরদেহ বায়তুল মোকাররম মসজিদে নেওয়া হবে। বাদ আছর জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে। এরপর মরদেহ রাতে সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) এর হিমঘরে রাখা হবে।
আবহাওয়া প্রতিকূলে না থাকায় ১৬ জুলাই সকাল ১০টায় মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে চতুর্থ জানাজা শেষে ওইদিন বিকেলে ঢাকায় সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে।
সারাবাংলা/জেডএফ/এটি