Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাত হত্যায় এবার গ্রেফতার স্ত্রী মিন্নি


১৬ জুলাই ২০১৯ ২১:৪৬

বরগুনা: প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রিফাত হত্যাকাণ্ডে তার স্ত্রী মিন্নির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। আপাতত তিনি পুলিশ হেফাজতে থাকবেন। আগামীকাল (বুধবার) তাকে আদালতে নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে মিন্নিকে তার বাসা থেকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। তখন পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, মিন্নি মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। মামলার স্বার্থে তাকে ডেকে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের রাস্তায় প্রকাশ্যে সবার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী বাধা দিলেও আটকাতে পারেননি হামলাকারীদের। রিফাতের পরিবারসহ স্থানীয় সে সময় জানান, নয়ন বন্ডের নেতৃত্বে তার সহযোগীরাই রিফাতকে হত্যা করেছে।

এ ঘটনায় নয়ন বন্ডসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন রিফাতের বাবা। মিন্নি ছিলেন সেই মামলার সাক্ষী।

তবে  গত ১৩ জুলাই রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভি ফুটেজে পুত্রবধূ মিন্নির গতবিধি সন্দেহজনক। পরবর্তীতে সেই হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলেও বিষয়টি তার কাছে পরিকল্পিত বলে মনে হয়। তিনি মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ/এটি

আরও পড়ুন: মিন্নিকে গ্রেফতারের দাবি শ্বশুরের

মিন্নির বাড়িতে পুলিশি পাহারা, রিফাত হত্যার ছায়াতদন্তে পিবিআই

‘প্রাণপণ চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারিনি, খুনিদের ফাঁসি চাই’

মিন্নি রিফাত শরীফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর