উত্তরায় কিশোর গ্যাং গ্রুপের ৩ জন রিমান্ডে, ১১ জন কারাগারে
২৩ জুলাই ২০১৯ ০১:০০
ঢাকা: অস্ত্র ও মাদকসহ উত্তরার ফার্স্ট হিটার বস (এফএইচবি) নামে কিশোর গ্যাং গ্রুপের তিন সদস্যকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি আরও ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সোমবার (২২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান তিন আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের অপর আদালতে ১১ জন কিশোরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে যাওয়া তিনজন হলেন- নাঈম মিয়া, বিশু চন্দ্র শীল ও আল আমিন হোসেন।
কারাগার যাওয়া বাকি আসামির হলেন— আসিফ মাহমুদ, ইয়াসিন আরাফাত , ফরহাদ হোসেন, বিজয় , শাওন হোসেন সিফাত , ইমামুল হাসান মুন্না, তানভীর হাওলাদার, আকাশ মিয়া, মেরাজুল ইসলাম জনি, হযরত আলী ও রাজিব।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় তিনজনের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আর ১১ জনকে মাদক মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
গত ২১ জুলাই উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি টিম। এ সময় তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
সারাবাংলা/ইউজে/একে