মাদরাসা ছাত্রের মাথাকাটা লাশ উদ্ধার, মিলেছে বলাৎকারের প্রমাণ
২৪ জুলাই ২০১৯ ১৮:০৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবির হুসাইন (১১) নামে এক মাদরাসা ছাত্রের গলাকাটা উদ্ধার করেছে পুলিশ। তবে কাটা মাথাটি খুঁজে পাওয়া যায়নি।
বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আবির হুসাইনের বাবার নাম মোহাম্মদ আলী হোসেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে। আলী হোসেন গত মাসে আবিরকে কয়রাডাঙ্গা নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ভর্তি করে দেন।
মাদরাসার মুহতামিম মো. আবু হানেফ বলেন, মঙ্গলবার এশার নামাজের পর থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে অনেক খোঁজা হয়। আজ (বুধবার) সকালে আমবাগানে মাথাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। আমরা গিয়ে মরদেহ শনাক্ত করি। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মাদরাসায় ৭১ জন ছাত্র ছিল। এই ঘটনার পরে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চলে গেছেন, বলেন আবু হানেফ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেন, ময়নাতদন্তে বলাৎকারের প্রমাণ পাওয়া গেছে। হত্যার পরে গুজব কাজে লাগাতে মাথাকাটা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।