আদালতে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ
২৯ জুলাই ২০১৯ ১৬:২১
ঢাকা: সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে সোমবার (২৯ জুলাই) আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
সোমবার বিকেল সোয়া চারটায় ডিআইজি পার্থকে আদালত প্রাঙ্গণে আনে পুলিশ। তাকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালত হাজির করার কথা রয়েছে।
এর আগে রোববার (২৮ জুলাই) সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল পার্থ গোপালের বাসায় অভিযান চালায়। অভিযানে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, পার্থ গোপাল এর আগে চট্টগ্রামে কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) হিসেবে কর্মরত ছিলেন।