Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে আরো একজনসহ ২৪ ঘণ্টায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু


৩০ জুলাই ২০১৯ ১২:৪৮ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১২:৫০

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লিটন হাওলাদার (২৫) নামে আরো একজন মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে তিনি মারা যান। ওয়ারী কে এম দাস লেন থেকে গত ২৭ জুলাই ঢামেকে ভর্তি হয়েছিলেন লিটন হাওলাদার।

ঢামেকের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ওয়াহেদুজ্জামান ভূইয়া সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

লিটন হাওলাদারসহ গত ২৪ ঘন্টায় ঢামেকে মারা গেলেন ৩ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

এর আগে সোমবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রিতা (২৮) নামের এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়। তিনি ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একইদিন রাত পৌনে ২ টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারজানা হক (৪৩) নামে একজন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. নুরুল আমিনের স্ত্রী।

এদিকে, গত ২৪ ঘন্টায় ঢামেকে ভর্তি হয়েছেন ২১১ জন ডেঙ্গু রোগী। চিকিৎসাধীন আছেন ৬১১ জন রোগী। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ১৩৩ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু ৩ জনের টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর