Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে তাপদাহে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫ হাজার ৬শ


৩১ জুলাই ২০১৯ ১২:৫১

৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ঠিক কম বলা যায় না। আবার একেবারে অস্বাভাবিক কিছুও নয় পৃথিবীর অনেক দেশে। তবে এই তাপমাত্রাতেই জাপানিদের ত্রাহি অবস্থা। গত এক সপ্তাহে জাপানে তাপদাহে মৃত্যু হয়েছে ১১ জনের। এছাড়া, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬শ জন।

সরকারি সূত্রের বরাতে মঙ্গলবার (৩০ জুলাই) এ খবর জানায় জাপান টুডে। তাপদাহে অসুস্থ বেশিরভাগের বয়স ৬৫ বছরের বেশি।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ওসাকার রয়েছেন ৩৮৮ জন, টোকিওর ২৯৯ জন ও আইচির ৩৯২ জন। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার এজেন্সি জানিয়েছে, আসছে সপ্তাহেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তাই সবাইকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে অনুরোধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে পর্যাপ্ত পানি খেতে।

প্রসঙ্গত, জাপানে তাপদাহে হতাহতের ঘটনা এবছরই প্রথম নয়। গতবছর জুলাই মাসে এক সপ্তাহে দেশটিতে তাপদাহে মারা যায় ৬৫ জন। সে সময় ঘোষণা করা হয়েছিল জাতীয় দুর্যোগ।

জাপান তাপদাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর