Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলার আহ্বান চট্টগ্রাম আ.লীগের


২ আগস্ট ২০১৯ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম নগরীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নগর আওয়ামী লীগ। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে গণসচেতনতা তৈরির মধ্য দিয়ে সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

শুক্রবার (২ আগস্ট) সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এর আগে, সেখানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ হয়।

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। নিজের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার প্রজনন ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নেতাকর্মীদের সবাইকে নিজ নিজ এলাকা, পাড়া-মহল্লায় গণসচেতনতা তৈরিতে কাজ করতে হবে।’

ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ডেঙ্গুর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ চাই। এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ান।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা অমল মিত্র।

আওয়ামী লীগ ডেঙ্গু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর