Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকাবাসী বলছে খুন


৪ আগস্ট ২০১৯ ১৩:১৪

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে রবিউল ইসলাম রবি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রবিউল ইসলাম হায়দারের চর এলাকার মো. মানু বিশ্বাসের ছেলে। এলাকাবাসীর দাবি, রবিকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত থেকে দৌলতপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম খান ‍সারাবাংলাকে বলেন, শনিবার দিবাগত রাতের যেকোন সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর দাবি খুন কুষ্টিয়ায় মৃতদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর