মাগুরা: গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ আওয়ামী লীগ নেতা মো. আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুমার নদী থেকে আওয়ামী লীগ নেতা মো. মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আমিরুল ইসলাম শ্রীখোল ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার হাটশ্রীখোল বাজার এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
মৃতের ছোট ভাই মো. কামরুল ইসলাম সারাবাংলাকে জানান, দলাদলির সূত্র ধরে তার বড় ভাই আমিরুল ইসলামকে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে মামলা দিয়ে হয়রানি করে আসছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল হাটশ্রীখোল বাজারে গিয়ে আমিরুল ইসলামসহ বেশ কয়েকজনকে মাদক উদ্ধার অভিযানের কথা বলে শরীর তল্লাশি করে। কিন্তু কোনো মাদক না পেয়ে পুলিশ আমিরুলকে মামলার এজাহারভুক্ত আসামি বলে গ্রেফতার করতে চাইলে আমিরুল ভয়ে দৌঁড়ে পালাতে যান। এ সময় বাজারের পাশে কুমার নদীতে পড়ে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।