Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে পুলিশের কর্মসূচির উদ্বোধন


৯ আগস্ট ২০১৯ ১৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিস মশা প্রতিরোধে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় ফগার মেশিন চালিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে ১৫টি ফগারসহ ৪৫টি স্প্রে মেশিন বগুড়া শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ঔষধ স্প্রে করবে।

পৌর সভার পাশাপাশি পুলিশ প্রশাসন এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাবে। পুলিশ প্রসাশন থেকে জানানো হয়, যতদিন না এডিস মশা নিয়ন্ত্রণে আসবে ততদিন পুলিশ প্রশাসন এ কার্যক্রম চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এডিস মশা ডেঙ্গু পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর