ছিনতাইয়ের প্রস্তুতি: চট্টগ্রামে ৬ কিশোর-তরুণ গ্রেফতার
১০ আগস্ট ২০১৯ ১৯:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে ছয় কিশোর-তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তারা কোরবানির বাজারে গরু কিনতে যাওয়া লোকজন এবং ঘরমুখো মানুষের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ আগস্ট) ভোররাতে নগরীর ইপিজেড থানার টিসিবি ভবনের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৬ জন হলো- মো. বাবুল প্রকাশ বাবু (২২), মো. সবুজ (১৯), মো. আরিফ (২৬), মো. রিপন (১৯) এবং মো. নাদিম (১৫)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতার ৬ জন উঠতি বয়সের অপরাধী। বাজারে যারা কোরবানির জন্য পশু কিনতে যাচ্ছে, তাদের টার্গেট করেছিল এই চক্রটি। এছাড়া বাস ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের কাছ থেকে টাকা ছিনতাইয়ের পরিকল্পনাও তাদের ছিল। ঈদুল আজহার বন্ধের সময় ফাঁকা হয়ে যাওয়া নগরীতে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল তারা।
গোপন সংবাদের ভিত্তিতে আটকের পর তাদের কাছ থেকে ৫টি ধারালো অস্ত্র ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।