১৫ আগস্ট বাঙালির জাতির জীবনে এক শোকময় দিন। ১৯৭৫ সালে এই দিনটির প্রত্যুষেই ঘাতকের বুলেট কেড়ে নেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ। তার মোটেই চার বছর আগে এই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের ও জাতির শ্রেষ্ঠ সন্তানরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জীবনবাজি রেখে যুদ্ধ করে তারা দেশকে স্বাধীন করেন। অকুতোভয় তেমনই এক যোদ্ধা গোলাম দস্তগীর গাজী। যার বীরত্বের জন্য বঙ্গবন্ধু তাকে দিয়েছিলেন বীর প্রতীক খেতাব। আজ মহান সেই মুক্তিযুদ্ধের ৪৮ বছর পর, বঙ্গবন্ধু হত্যার ৪৪ বছর পর সেই নেতৃত্বকে স্মরণ করেছেন গোলাম দস্তগীর গাজী। যিনি এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যেমন ছিলো বঙ্গবন্ধুর নেতৃত্ব, যেমন ছিলো তার অনুপ্রেরণা, যে অনুপ্রেরণায় একটি জাতি ঝাপিয়ে পড়েছিলো যুদ্ধে সেসব নিয়েই কথা বলেছেন তিনি। স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের দিনগুলো, তেমনি স্মরণ করেছেন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সেই বিভীষিকাময় দিনটির কথাও।
সেসব কথা নিয়ে সারাবাংলা ও গাজী টেলিভিশনের যৌথ অনুষ্ঠান ‘বীর প্রতীকের চোখে বঙ্গবন্ধু’। ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় একযোগে প্রচারিত হবে জিটিভি এবং সারাবাংলা’র ফেসবুক পেইজে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সারাবাংলা ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াকে রেজা। প্রযোজনা করেছেন মনিরুজ্জামান তুহিন।
আরও পড়ুন :
. জৌলুস হারিয়েছে ঈদের ছবি, যা বলছেন সংশ্লিষ্টরা
. শোক দিবসে ফিল্ম আর্কাইভের আয়োজন
. অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় আইসিইউতে
. নিজ দেশে নিষিদ্ধ মিকা সিং
. এবার কাশ্মীর নিয়ে সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’